January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 13th, 2023, 7:21 pm

দিনাজপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুর শহরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে জেলা শহরের মেডিকেল কলেজের পূর্বপাশে এই ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক সুমন দেবনাথ জানান, ট্রাকটির মালিক মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর পাড়ে মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেন।

রবিবার রাতে রাস্তার পাশে ভাই ভাই গ্যারেজের মধ্যে ভুট্টা বোঝাই ট্রাকটি রাখা হয়েছিল। সোমবার ভোর ৫টার দিকে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন অন্য গাড়ির চালকরা।

খবর পেয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে ট্রাকের সামনের কেবিনের অংশ পুড়লেও কেউ হতাহত হয়নি।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে একটি ভুট্টা বোঝাই ট্রাকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

—-ইউএনবি