দিনাজপুর শহরের স্টেশন সংলগ্ন আউটার সিগন্যালের কাছে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত বায়েজিদ (৩০) দিনাজপুরের জেলা শহরের কসবা মহল্লার আব্দুল লতিফের ছেলে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর জেলা শহরের স্টেশনে প্রবেশের আগে আউটার সিগন্যালের কাছে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বায়েজিদ।
পরিবারের উদ্ধৃতি দিয়ে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহতবায়েজিদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
তিনি আরও বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর পরিবর্তে মানসিক ভারসাম্যহীনতার কারণে দুর্ঘটনার শিকার বলে দাবি করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
সিলেট সীমান্তে ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি
চা বাগানের ১১ শিক্ষার্থীর পাশে দাড়ালো সিলেট মহানগর জামায়াত
রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত