January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 25th, 2022, 7:19 pm

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও তার সহযোগী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে ফুলবাড়ী রাজারামপুর ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চালক এম সাইফুল ইসলাম বাদশা (৪৯) নাটোরের সিংড়া উপজেলার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তবে সহযোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড়গামী ট্রাকের সঙ্গে নওগাঁগামী বিপরিতমুখী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

—ইউএনবি