January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 1st, 2023, 7:46 pm

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৫

প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে দুইটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নারী আরোহী নিহত হয়েছেন।

এক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় একটি দূর পাল্লার কোচ, ট্রাকসহ আরও পাঁচটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্ট যায়।

শনিবার ভোরে ফুলবাড়ী উপজেলায় পৃথক দুর্ঘটনা ঘটে।

পৃথক দুর্ঘটনায় দুইজন গুরুতরসহ পাঁচজন আহত হয়েছে।

রাস্তা নির্মাণে ত্রুটিসহ অতিরিক্ত বিটুমিনাস ব্যবহারে কারণে বৃষ্টির পানিতে ভিজে পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ফুলবাড়ী থানা পুলিশের।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, ফুলবাড়ীর রাঙ্গামাটিতে বিজিবির ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তরের রাস্তার পূর্বপাশে ভোর সাড়ে ৫টার দিকে প্রথমে দুইটি মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষে রহিমা বেগম (৩৬) নামে একজন নারী আরোহী নিহত হয়।

খবর পেয়ে ফুলবাড়ীর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুত্বর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করে। ওই দুর্ঘটনার ঘন্টা খানেকের মধ্যে একই এলাকায় একটি দূর পাল্লার কোচ এবং ট্রাকসহ পাঁচটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

সম্প্রতি রাস্তাটি নির্মাণের সময় কিছু স্থানে অতিমাত্রায় বিটুমিনাস দেওয়ায় বৃষ্টির পানিতে পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগেও রাস্তার ওই অংশে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।

এদিকে ত্রুটিপূর্ণ রাস্তার কারণে একের পর এক দুর্ঘটনার প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয়রা।

পুনরায় মেরামতের আশ্বাসের পর অবরোধ তুলে নেন তারা।

—-ইউএনবি