সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পৃথক স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
সকাল পৌনে ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেছেন বিরলের একটি মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক।
এছাড়াও বিরল উপজেলার কামদেবপুর, কাজীপাড়া, ভারাডাঙ্গী, কাহারোলের মুকুন্দপুর, চিরিরবন্দরের রাবার ড্যাম মসজিদসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেছেন প্রায় ২ হাজার পরিবার।
অন্যদিকে, চাঁদ দেখা সাপেক্ষে বড় ঈদগা মাঠ গোর এ শহীদ বড় ময়দানে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় একসঙ্গে ৬ লাখের বেশি মুসল্লির ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন