দিনাজপুরের ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে শুক্রবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও আট জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন-উপজেলার চকরামপুর গ্রামের বাসিন্দা খোকারাম রায়ের ছেলে ভ্যানচালক নারায়ন চন্দ্র রায় ও ধান ব্যবসায়ী শসোধর বাবু রায়।
কোতোয়ালি থানার পরিদর্শক নূর আলম জানান, ভোরে ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী বাজারে ধানবাহী রিকশাভ্যানকে একটি ট্রাকচাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নারায়ন চন্দ্র রায় নিহত হন। এ সময় গুরুতর আহত ধান ব্যবসায়ী শসোধর বাবু রায়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালকসহ অন্যরা পালিয়ে যাওয়া তাদের আটক করা যায়নি।
চিরিবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ভোরে একই আঞ্চলিক মহাসড়কের আমবাড়ী আমতলির মধ্যবর্তী শিবকুড়ি এলাকায় যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হলে চালকসহ আট জন আহত হন। এদের মধ্যে পাঁচ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
—ইউএনবি
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন