দিনাজপুরের পাঁচবাড়ীতে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন মারা গেছেন। গুরুতর অবস্থায় ২৬ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছে- দিনাজপুরের ৫ মাস বয়সী জায়না, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আলী (৫২), দিনাজপুরের রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁওয়ের হাসু (২৮), দিনাজপুরের বিভা (১০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ (শুক্রবার) সকাল ৬টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের সঙ্গে আম বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, নাবিল পরিবহনের সুপারভাইজার রাজেশ বাহাদুর, অজ্ঞাত পরিচয়ে হেলপার ও ট্রাকের চালক হাসু (৪০) দুর্ঘটনাস্থলে নিহত হয়েছেন। ২৮ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছেন অজ্ঞাত পরিচয়ে শিশুসহ আরেক যাত্রী।
থানার উপপরিদর্শক (এসআই) হাসান মোহাম্মদ রুবেল জানান, দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা।
তিনি আরও বলেন, পরে পুলিশের রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
——ইউএনবি
আরও পড়ুন
রাজশাহী শহরের নিজ বাসা থেকে অপহ্নত নারী চিকিৎসকে পাবনা সদর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে উদ্ধার, চার অপহরণকারী গ্রেফতার
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে