Tuesday, July 18th, 2023, 7:47 pm

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

দিনাজপুরের নবাবগঞ্জের চড়ারহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৯ জন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- বাসযাত্রী জান্নাতুন আরা (১৩) দিনাজপুরের ফুলবাড়ীর আমবাড়ীর বাসিন্দা জিয়ারুলের মেয়ে এবং ট্রাকচালক আকরাম পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, রাত সাড়ে তিনটার দিকে নবাবগঞ্জের চড়ারহাট বাজারের কাছে ঢাকা ফেরত একটি বাসের সঙ্গে বালু বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দু’জন নিহত হয়েছে।

তিনি আরও জানান যে আহত ৯ জনকে বিরামপুর উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এদের মধ্যে কযেকজন প্রাথমিক চিকিৎসা এবং গুরুতর আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্হ্য কেন্দ্রের জরুরি বিভাগ।

—-ইউএনবি