দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও ১২ জন আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলায় দিনাজপুর-গাইবান্ধা সড়কের গোবিন্দপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই জেলার বাসচালক গোলাম রব্বানী (৩৬) ও পিকআপ চালক ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. আজাদ। হতাহত ও আহতদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
নিহতদের লাশ থানায় আনা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী