দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে জেলার চিরিরবন্দরের বেকীপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত দু’জন হলেন- দিনাজপুরের চিরিরবন্দরের কিসমত ফতেজংপুর ডাঙ্গারহাট গ্রামের মৃত গোমুল্লা শাহের ছেলে গোলজার আলী (৪৯) এবং খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের মৃত ইসমাইল আলীর ফজলে রাব্বী দুলাল (৪০)।
হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল হক রেজা জানান, চাম্পাতলী থেকে মোটরসাইকেলে রানীরবন্দর বাজারের দিকে যাবার সময় বেকীপুল এলাকায় বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গোলজার আলী ও ফজলে রাব্বী দুলাল দুর্ঘটনাস্হলে নিহত হয়েছেন।
লাশ উদ্ধার করেছেন তারা বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে
১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে: প্রধান উপদেষ্টা