দিনাজপুরের পাবর্তীপুরে রেলক্রসিং এ খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ একজন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বড় পুকুরিয়া কয়লাখনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের মধ্যে মোটরসাইকেল চালক সুশান্ত মহন্ত রায় (৩৪) নীলফামারীর জলঢাকার কৈমারি গ্রামের বাসিন্দা অলক মহন্ত রায়ের ছেলে এবং ব্রাক কর্মকর্তা হামিদুর ইসলাম (৩৫) কুড়িগ্রামের উলিপুরের মুসলিম পাড়ার বাসিন্দা মনসের আলীর ছেলে।
রেলওয়ে পাবর্তীপুর থানার কর্মকর্তা এ.টি.এম নুরুল ইসলাম জানান, পাবর্তীপুর রেলওয়ে (জংশন) স্টেশন থেকে ছেড়ে যাওয়া রকেট মেইল ট্রেনটি শেষ গন্তব্য খুলনা যাবার সময় পাবর্তীপুরের বড় পুকুরিয়া কয়লাখনির কাছে রসুলপুর মোবারকপুরের মাঝামাঝি স্থানে অরক্ষিত রেলক্রসিং একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেলের চালক সুশান্ত মহন্ত রায় এবং আরোহী ব্রাকের কর্মকর্তা হামিদুল ইসলাম দুর্ঘটনাস্হলে নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, অফিসিয়াল কাজে রাজশাহী যাবার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
সামান্য ক্ষতি নিয়ে ট্রেনটি গন্তব্য খুলনার দিকে চলে গেছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়
কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর