জেলার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কাচঁদহ আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া (৩০)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহের দিকে যাওয়ার সময় রাত ১১টার দিকে আলমনগর বাজারের সামনে অজ্ঞাতনামা পরিচয় যানবাহন মোটরসাইকেলটিকে পেছনে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যায়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্বজনদের অভিযোগ না থাকায় নিজ নিজ অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ