দিনাজপুরের চিরিরবন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালকের সহকারী নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল (১৮) নওগাঁ জেলার মহাদেবপুরের মৃত কামরুল ইসলামের ছেলে।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বনমালী রায় জানান, দিনাজপুরের কাহারোল উপজেলার বাজার থেকে ধান নিয়ে একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দরের উচিৎপুরা বাজার এলাকায় বিপরীত দিক থেকে কয়লা বহনকারী আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালকের আসনে থাকা রাসেল দুর্ঘটনাস্হলে নিহত হয়। ওই ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত