দিনাজপুরের বিরামপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিফাজ উদ্দিন মণ্ডল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীসহ আহত হয়েছেন তিনজন।
উপজেলার কাটলা ইউনিয়নের মোয়ামারি গ্রামের মৃত বোয়ান উদ্দিন মণ্ডলের ছেলে।
বিরামপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, বিরামপুরের নিশিবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্ত্রী কবিতা বেগমকে মোটরসাইকেলে করে কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন স্বামী রিফাজ উদ্দিন মণ্ডল। সকাল ১০টার দিকে পাটনচড়া এলাকায় বিপরীত দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে মোটরসাইকেলচালক রিফাজ উদ্দিন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। পরে নিহতের স্ত্রী কবিতা বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অপর মোটরসাইকেলচালক ও আরোহীকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের অবস্হা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন