অনলাইন ডেস্ক :
নতুন ক্লাবে, নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই চ্যালেঞ্জিং। কাসেমিরোও যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে এখনও সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে চেলসির বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে যেভাবে দলকে হারের মুখ থেকে ফেরালেন তিনি, তাতে শিগগিরই হয়তো সেরা ছন্দে দেখা যাবে তাকে। দলটির কোচ এরিক টেন হাগও বললেন, ইউনাইটেডের জার্সি গায়ে এবং প্রিমিয়ার লিগের খেলার ধরনের সঙ্গে প্রতি ম্যাচেই উন্নতি করছেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডার। ইংল্যান্ডের শীর্ষ লিগে শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে দারুণ খেলেও ৮৪তম মিনিটে জর্জিনিয়োর গোলে হারতে বসেছিল ইউনাইটেড। ওই অবস্থায় যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কাসেমিরোর নৈপুণ্যে এক পয়েন্ট নিয়ে ফেরে তারা। লুক শ’য়ের বাড়ানো বলে লাফিয়ে হেড করেন কাসেমিরো, চেলসি গোলরক্ষক লাফিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি, পোস্টে লেগে গোললাইন পেরিয়ে যায়। গ্রীষ্মের দলবদলে রিয়াল থেকে ইউনাইটেডে যোগ দেওয়া কাসেমিরোর নতুন ক্লাবের হয়ে এটিই প্রথম গোল। হাইভোল্টেজ ম্যাচে দলের খুব প্রয়োজনের সময়েই এলো গোলটি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কাসেমিরোকে প্রশংসায় ভাসান টেন হাগ। তার বিশ্বাস, বেশি বেশি খেলার মাধ্যমে আরও উন্নতি করবেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। “প্রতি ম্যাচেই সে উন্নতি করছে এবং আর আজ সে সমতা টেনেছে। এটা দল ও তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। আমাদের দলে ভালো হেড করতে পারে, এমন খেলোয়াড় দরকার এবং এটি দুর্দান্ত ফিনিশিং ছিল।” “দলে সে কতটা গুরুত্বপূর্ণ, তা ফুটে উঠছে। আমার মতে, তার গতকালের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। সে এখন প্রিমিয়ার লিগের গতির সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং প্রতি ম্যাচে সে আরও ভালো করবে। এই ব্যাপারে আমার বিশ্বাস আছে।” লিগে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ইউনাইটেড। ২১ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে আছে চেলসি। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি, ১১ ম্যাচে।
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার