December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 11th, 2024, 12:48 pm

দিনে সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করা যাবে: বাংলাদেশ ব্যাংক

বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় একজন ব্যাংক হিসাবধারী এ সপ্তাহে দিনে দুই লাখ টাকা পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার এসএমএসের মাধ্যমে সব বাণিজ্যিক ব্যাংকের এমডিদের এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (১১ আগস্ট) থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ নগদ অর্থ উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছিল এক লাখ টাকা।

তবে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন পরিশোধের জন্য বড় অংকের নগদ অর্থ তুলতে পারবেন। একইভাবে প্রবাসীরাও অর্থ উত্তোলন করতে পারবেন।

এছাড়াও একজন ব্যক্তি যেন একদিনে ব্যাংকের একাধিক শাখা থেকে টাকা তুলতে না পারেন, সে বিষয়ে তদারকি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো পরিমাণ অর্থ উত্তোলন করলে তা প্রতিবেদন দিতে বলা হয়। রাজনৈতিক নেতা, ব্যাংকের চেয়ারম্যান, ব্যবসায়ী, সচিব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও রয়েছে এই তালিকায়। মূলত কোনো ব্যক্তি যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অর্থ উত্তোলন করতে না পারে বা দেশ থেকে পালাতে না পারে সেজন্য এ ধরনের নির্দেশনা দেওয়া হয়।

—–ইউএনবি