অনলাইন ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৬৪ রানের বড় জয় তুলে নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেও চালকের আসনে রয়েছে অজিরা। অ্যাডিলেডে প্রথম দিন শেষে ৩ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করেছে স্টিভেন স্মিথরা। টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিল না। দলীয় ৩৪ রানেই হারায় ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ২৯ বলে ২১ রান করে আলজারি জোসেফের শিকার হন তিনি। দ্বিতীয় উইকেটে ৯৫ রান যোগ করেন উসমান খাজা ও মার্নাস লাবুশানে। এরপর বিদায় নেন ৬২ রান করা খাজা। এই ম্যাচে অধিনায়কত্ব করা স্টিভেন স্মিথ বিদায় নিয়েছেন কোনো রান করার আগেই। তৃতীয় উইকেটে ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন লাবুশানে ও ট্রাভিস হেড। লাবুশানে ১২০ ও হেড ১১৪ রানে অপরাজিত।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে