অনলাইন ডেস্ক :
জুভেন্টাস ছাড়ার পর পাওয়ালো দিবালার ভবিষ্যৎ নিয়ে গত কদিন ধরে ধোঁয়াশায় ছিল ফুটবল ভক্তরা। অবশেষে কাটল সেই ধোঁয়াশা। নতুন ঠিকানা হিসেবে ইতালির ক্লাব এএস রোমাকে বেছে নিয়েছেন দিবালা। আগামী তিন বছরের চুক্তিতে ইতালির ক্লাবটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা। ক্লাবটির পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবেই আর্জেন্টাইন তারকাকে পেয়েছে রোমা। ইটালিয়ান সংবাদ সংস্থা এএনএসএ-এর খবর অনুসারে, রোমায় বছরে ৬০ লাখ ইউরো বেতন পাবেন দিবালা। এরই মধ্যে রোমার সঙ্গে যোগ দিয়েছেন দিবালা। সেরেছেন মেডিকেল ও অনুশীলনও। রোমায় ২১ নম্বর জার্সি পরে খেলবেন আর্জেন্টাইন ফুটবলার। নতুন ক্লাব নিয়ে দিবালা বলেন, ‘আমি এমন একটি দলে যোগ দিচ্ছি যারা এগিয়ে যাচ্ছে। ক্লাব হিসেবে যারা ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত স্থাপন করে চলেছে। কোচ জোসে মরিনিয়োর সঙ্গে কাজ করা হবে বিশেষ ব্যাপার।’
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম