অনলাইন ডেস্ক :
ভারতের রাজধানী দিল্লির একটি আদালতে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শহরটির রোহিনি এলাকায় আদালত ভবনের ভেতরে প্রতিপক্ষের হামলায় দেশটির মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় থাকা জিতেন্দ্র গগি নিহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গগিকে আদালতে বিচারকের সামনে হাজির করার পর আইনজীবীর ছদ্মবেশে থাকা প্রতিপক্ষের লোকেরা তার ওপর হামলা চালায়। পরে পুলিশের গুলিতে প্রতিপক্ষের দুই হামলাকারী মারা যায়।
হামলার পর আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
আরও পড়ুন
এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা
গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?
তৃতীয় দফায় যে দেশের মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন-তেহরান