অনলাইন ডেস্ক :
ভারতের দিল্লিতে হনুমান জয়ন্তীকে ঘিরে গত শনিবার বিকেলে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট পুলিশ সদস্যসহ ৯ জন আহত হয়েছে বলে রোববার (১৭ এপ্রিল) জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি অনলাইন। বিকেল সাড়ে ৫টা নাগাদ দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধে দিল্লির জাহাঙ্গিরপুরীতে। ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। হিন্দু সম্প্রদায়ের পক্ষে বলা হচ্ছে যে, মুসলিমরা পাথর ছুড়েছিল মিছিলে। তবে স্থানীয় মুসলিমদের দাবি, মিছিলে থাকা হিন্দুরা উস্কানিমূলক স্লোগান তুলে হিংসায় প্ররোচনা দিয়েছে। দুই পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ভিডিও প্রকাশ করেছে। দুই পক্ষেরই অধিকাংশ মানুষের দাবি, ‘বহিরাগতদের’ মদতেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দিল্লি পুলিশের উপপরিদর্শক মেধালাল মিনা রয়েছেন। সহিংসতা সম্পৃক্ততার অভিযোগে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভির ফুটেজ দেখে অন্যান্যদেরও শনাক্ত করা হবে। ঘটনা তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং বিশেষ ইউনিটের ১০টি কমিটি করা হয়েছে।
আরও পড়ুন
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস