ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেললে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েক’শ বিক্ষোভকারীকে ঠেকাতে দিল্লি পুলিশ হাইকমিশনের সামনে ব্যারিকেড বসায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভিএইচপির কর্মসূচির ঘোষণার পর বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়।
দ্য হিন্দু জানায়, এলাকায় তিন স্তরের ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, কঠোর নিরাপত্তার মধ্যেও একাধিক বিক্ষোভকারী অন্তত দুই স্তরের ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে অগ্রসর হয়। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়।

দ্য হিন্দুকে এক পুলিশ কর্মকর্তা জানান, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
এর আগে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে একাধিক সংগঠন। এর পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও আগরতলায় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একইদিন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফটকে ভিসা সেবা সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়।
কলকাতায় সোমবার তিন দফায় বিক্ষোভ হয়। এক দফায় বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘হিন্দু সনাতনীরা’ বিক্ষোভে অংশ নেন। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
শিলিগুড়িতে বিক্ষোভকারীরা ভিসা সেন্টারের সামনে জড়ো হয়ে বাংলাদেশের পতাকা সংযুক্ত ফ্লেক্স ছিঁড়ে ফেলেন। পরে ওই ফ্লেক্স ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়। ভেতরে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকিও দেন কয়েকজন।
উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতা ও অন্যান্য স্থানে বাংলাদেশ মিশনে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ায় এই তলব করা হয়েছে। এ সময় বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয় এবং উদ্ভূত পরিস্থিতির বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাতিয়ায় ‘জাগলার চর’ দখল নিয়ে জলদস্যু সংঘর্ষে নিহত ৫
কলকাতা–মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
শাহজালাল বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ