ভারতের রাজধানী নয়া দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও শিবসেনার (ইউবিটি) সঞ্জয় রাউতসহ একাধিক সাংসদকে আটক করেছে পুলিশ।
ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের ‘আঁতাতের’ অভিযোগ তুলে সোমবার এ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল তারা।
এনডিটিভি জানিয়েছে, সাংসদরা পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয় যাওয়ার পথে প্রথমেই পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। তখন সেখানে বসেই স্লোগান দেওয়া শুরু করেন তারা।
কয়েকজন ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ এমপিদের আটক করা শুরু করে। আটক এমপিদের মধ্যে তৃণমূলের মহুয়া মৈত্র, মিতালি বাগও রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার।
রাহুল ও অন্য সাংসদদের বাসে করে থানায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কংগ্রেসের এ নেতা বলেন, ‘এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান বাঁচানোর লড়াই। লড়াই, এক ব্যক্তির এক ভোটের জন্য।’
দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার দীপক পুরোহিত সাংসদদের আটক করার কথা নিশ্চিত করলেও কতজনকে আটক করা হয়েছে তা বলতে পারেননি। তবে ইন্ডিয়া জোটের আটক নেতাদের কাছাকাছি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
‘বহু বছর ধরেই একসঙ্গে আছি’, কার প্রেমে পড়লেন জয়া?