November 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 10th, 2025, 9:20 pm

দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে নিহত ৮

 

দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি এক গাড়িতে ঘটে এবং এর পর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই ভীষণ ছিল যে আশেপাশের ভবনের জানালাগুলো কেঁপে ওঠে।

দিল্লি পুলিশ জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ফোন পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ২০টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। আহতদের লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ নির্ধারণে কাজ করছে। বিস্ফোরণের প্রকৃতি এখনও জানা যায়নি।

লালকেল্লা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং এটি রাজধানীর অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্র। বিস্ফোরণের পর দিল্লি পুলিশের পক্ষ থেকে শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর প্রদেশ ও মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বাড়ির ছাদ থেকে আগুনের বিশাল গোলা এবং বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দ দেখতে পান। পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম দ্রুত উদ্ধারকাজ চালাচ্ছে।

এনএনবাংলা/