ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের একদিন পরই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটলো আত্মঘাতী বোমা হামলা।
ইসলামাবাদের জি–১১ এলাকার জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে মঙ্গলবার এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইসলামাবাদের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম ডন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই ঘটনাকে ‘আত্মঘাতী হামলা’ হিসেবে নিশ্চিত করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘আমরা এখন এক প্রকার যুদ্ধে আছি। যারা মনে করেন এই যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ, তাদের জন্য আজকের এই হামলা একটি জাগ্রত হওয়ার বার্তা।’ তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে অর্থবহ আলোচনার আশা করা বাস্তবসম্মত নয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আদালত প্রাঙ্গণের বাইরে আগুনে পোড়া গাড়ি ও ঘন ধোঁয়ার চিত্র দেখা গেছে। প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক এএফপি-কে জানান, “আমি ঠিক গেটে প্রবেশ করার মুহূর্তে একটি প্রচণ্ড শব্দ শুনি। চারদিকে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।”
বিস্ফোরণে আশপাশের গাড়িগুলোতে আগুন ধরে যায় এবং গেটের সামনে অন্তত দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর একদিন আগেই ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়ি বিস্ফোরণে ৯ জন নিহত ও ২০ জন আহত হন। এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ভারত সরকারও এখন পর্যন্ত কোনো পক্ষকে দায়ী করেনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
নতুন বেতন কাঠামোর রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা