January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 18th, 2023, 8:44 pm

দিল্লির ফ্যান-ফলোয়ার বাড়ানোর বিজ্ঞাপনে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক :

চলতি আইপিএলে অংশ নেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে এখন পর্যন্ত কেবল মুস্তাফিজুর রহমানই দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পেরেছেন। লিটন দাস এখনো কলকাতা নাইট রাইডার্স একাদশে সুযোগ পাননি। আর সাকিব আল হাসান তো আইপিএলে খেলছেনই না। দিল্লি দল এবং মুস্তাফিজ―উভয়ের পারফরম্যান্স করুণ হলেও বিজ্ঞাপনী কাজ ভালোই চলছে। দিল্লি ক্যাপিটলাসের সোশ্যাল অ্যাকাউন্ট ফলো করার অনুরোধ জানিয়ে মুস্তাফিজ একটি ভিডিও বার্তা দিয়েছেন। দিল্লির ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা সেই বার্তায় মুস্তাফিজকে বলতে শোনা যায়, ‘আমাদের যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে―ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক; আপনারা সবাই ফলো করবেন।’ ব্যস, এটকুই বলছেন বাংলাদেশের তারকা পেসার। অনেকেই মনে করছেন, বাংলাদেশি ফ্যান-ফলোয়ার জোটাতেই মুস্তাফিজকে দিয়ে বিজ্ঞাপন করিয়েছে দিল্লি। এবারের আসরে দিল্লির পারফরম্যান্স খুবই করুণ। টানা পাঁচ ম্যাচ হেরে কোনো পয়েন্ট নেই তাদের নামের পাশে। মুস্তাফিজ তার সুযোগ পাওয়া প্রথম ম্যাচে মোটামুটি ভালো বোলিং করলেও পরের ম্যাচে বেদম মার খেয়েছেন। তবে শুধু দিল্লিই নয়, কলকাতা নাইট রাইডার্সও সোশ্যাল অ্যাকাউন্টের ফ্যান-ফলোয়ার বাড়াতে লিটন দাসকে নিয়ে নিয়মিত পোস্ট দিচ্ছে। যদিও লিটনকে কবে নাইট একাদশে দেখা যাবে, তার কোনো নিশ্চয়তা নেই।