November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 18th, 2025, 7:14 pm

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচনে ‘ব্যবসায়ী ঐক্য ফোরাম-সমর্থিত হাসান আহমেদ জাবেদ প্যানেল-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় শ্রীমঙ্গলের পানসী রেস্টুরেন্টের হল রুমে জমকালো আয়োজনে প্যানেলের পরিচিতি উপস্থাপন করা হয়।

প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ একে একে তার প্যানেলের সকল সদস্যের নাম ঘোষণা করে মঞ্চে পরিচয় করিয়ে দেন। প্যানেলের সদস্যরা হলেন,

মোঃ আব্দুল মুকিত, আবুল কালাম বেলাল, তোফায়েল আহমদ তুয়েল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হোসাইন, আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমেদ, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, রাহিদ আহমেদ জাকির, হানিফ মোহাম্মদ খান, মোঃ দেলোয়ার হোসেন, সালমান আহমেদ জুমান, মির্জা সোহেল বেগ, প্রণব পাল, মোঃ রুবেল মিয়া ও মোঃ মশিক মোল্লা।

পরিচিতি অনুষ্ঠানে হাসান আহমেদ জাবেদ প্যানেল ১৪ দফা দাবি উপস্থাপন করেন। তারা জানান, নির্বাচিত হলে এসব প্রতিশ্রæতির বাস্তবায়নে কাজ করবেন।

আগামী ১১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দিকী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, চা-কর ও এম আর খান চা বাগানে স্বত্বাধিকারী মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী হারুনসহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।