অনলাইন ডেস্ক :
দেশের ছোট পর্দায় যুক্ত হচ্ছে আরও একটি বিদেশি সিরিয়াল। দীপ্ত টিভিতে আগামী ১ আগস্ট থেকে শুরু হবে বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের গল্প’। এতে উঠে আসবে এলিবোল পরিবারের হাসিমুখে দারিদ্রকে মেনে নেওয়ার গল্প। হাস্যরসে ভরপুর বাস্তবধর্মী এই গল্পে দেখা যায় মাতৃহীন পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বড় বোন ফিলিয সবাইকে আগলে রেখেছে। নিজের সৌন্দর্য কিংবা ব্যক্তিগত হাসি- আনন্দ নিয়ে যার কোনও ভ্রুক্ষেপ নেই। মূলত সংসার চালাতে গিয়ে ফিলিযের নিত্যদিনের যে সংগ্রাম, তা নিয়েই এ ধারাবাহিকের গল্প এগিয়ে যায়। সুখে দুঃখে কাছের বান্ধবী তুলায়কে ফিলিযের পাশে এসে দাঁড়াতে দেখা যায়। মদ্যপ বাবার দায়িত্বহীনতা, নিত্যদিনের আর্থিক টানাপোড়েন, সর্বোপরি জীবন বাস্তবতা বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্ব করে তুলেছে এলিবোল পরিবারের ছেলেমেয়েদের। রাহমেত, হিকমেত, কিরায, ফিকরেত ও ইসমেত বড় বোনকে যেমন ভালোবাসে, তেমনি পারিবারিক যে কোনও প্রয়োজনে বোনের পাশে এসে দাঁড়ায়। মদ্যপ বাবা ফিকরি’র অদ্ভুত সব কর্মকা- আর ভাই বোনদের মধুর খুনসুটিতে ভরা এই ধারাবাহিকের প্রতিটি পর্ব। কিছু মানুষের রোজকার জীবন যুদ্ধ জয়ের হাস্যোজ্জ্বল আর সম্মিলিত প্রয়াসের, এক প্রাণবন্ত উপস্থাপন- আমাদের গল্প। দীপ্ত টিভি জানায়, বরাবরের মতোই বাংলায় ডাব করেছে তাদের টিম। এতে চরিত্র ও কণ্ঠাভিনেতা হিসেবে আছেন- ফিলিয (জয়শ্রী মজুমদার লতা), বারিশ (শফিকুল ইসলাম), ফিকরি (রফিকুল সেলিম), তুলায় (নাহিদ আখতার ইমু), তুফান (মরু ভাস্কর), রাহমেত (খায়রুল আলম হিমু), হিকমেত (এন কে মাসুক), মুজদে (নিগার সুলতানা মিমি), কিরায (নাদিয়া ইকবাল ইকরা), ফিকরেত (মেরিনা আফরোজ শিপু), ইসমেত (আনিরা মিশেল রিভা), সেইমা (মেরিনা মিতু) ও অন্যান্য। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। এটি প্রযোজনায় আছেন রোমানা হোসেন। আগস্ট মাস থেকে প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে ও রাত ৯টায় ধারাবাহিকটি প্রচারিত হবে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!