অনলাইন ডেস্ক :
বাবা বাংলাদেশের স্বনামধন্য সংগীতশিল্পী, আশির দশকের সাড়া জাগানো গায়ক প্রয়াত খালিদ হাসান মিলু। কিন্তু বাবার পরিচয়ে নয়, দুই ভাই প্রতীক হাসান ও প্রীতম হাসান নিজস্ব প্রতিভার গুণেই এখন বাংলাদেশের সংগীতজগতের পরিচিত দুটি নাম। বাংলাদেশের অন্যতম একজন সংগীতশিল্পী প্রতীক হাসান। অন্যদিকে তার ছোট ভাই গায়ক, সংগীত পরিচালক আর অভিনয়ে পেয়েছেন সুখ্যাতি। দুই ভাই মিলে বেশ কিছু গান করেছেন একসঙ্গে। সেগুলো জনপ্রিয়তাও পেয়েছে। এবার তারা একসঙ্গে হাজির হলেন দীপ্ত টেলিভিশনের সাপ্তাহিক সেলিব্রেটি শো ফ্রেশ ফান ফিল বিস্কুটস প্রেজেন্টস ‘দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প’-তে। নীল হুরেজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি সাইফুর রহমান সুজন প্রযোজনা করেছেন। অনুষ্ঠানটি দর্শক উপভোগ করতে পারবেন শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে। একই সাথে দেখতে পাবেন দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুকে। প্রতি সপ্তাহে এই নিয়মেই প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত