March 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 27th, 2025, 1:01 pm

দীর্ঘদিনের প্রেমিকার গলায় মালা দিলেন জিৎ, বিয়েতে নুসরাতের ধমক!

অনলাইন ডেস্ক:
দীর্ঘদিনের প্রেম অবশেষে পেল পরিণতি। বিয়ে করলেন ‘আড়ি’ ছবির পরিচালক জিৎ চক্রবর্তী। বন্ধু, প্রেমিক-প্রেমিকা থেকে এবার সারা জীবন একে অপরের পথ চলার সঙ্গী জিৎ এবং স্ত্রী শানু।
শিবরাত্রির আগের দিন সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়েতে হাজির ছিলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ টিপসও দেন অভিনেত্রী।

জিতের বিয়েতে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। যশ কাজে ব্যস্ত থাকায় একাই আসেন নুসরত। এদিন নুসরাত আসার পর তার অ্যাপায়নে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক। খানিক ধমকের সুরেই বউয়ের পাশে তাকে থাকতে বললেন নায়িকা।

জিৎ ও শানুকে পাশে নিয়ে অভিনেত্রী বলেন, ‘জিতকে নতুন জীবনের অনেক শুভেচ্ছা। ও আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠেছে। তবে আজ আমাদের ছবির পরিচালক নয়, শুধুমাত্র শানুর বর। দুজনে খুব ভালো থাকুক, একে অপরের সঙ্গে ভালবাসায় থাকুক, এটাই চাই। আমাদের আড়ি পরিবারের সকলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।’
প্রশাসনিক বড় পদে ছিলেন জিতের স্ত্রী শানু। আগামীতে নিজের দাম্পত্য জীবন নিয়ে কী ভাবছেন পরিচালক? তাদের কথায়, ‘বিয়ে হলেও আমরা আসলে একে অপরের সবচেয়ে প্রিয় বন্ধু। আর সেটাই থাকব সবসময়। এই দিনটার অপেক্ষায় বহু বছর ধরে করেছি, আজ দু’জনেই দারুন খুশি।’

অভিনেতা হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন জিৎ। বর্তমানে সফল পরিচালক হয়ে উঠেছেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য অভিনীত ‘কথামৃত’ ছবির হাত ধরে টলিউডে নিজের পরিচালনার দক্ষতা প্রমাণ করেছেন তিনি।

চলতি বছরে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘আড়ি’। এই ছবির মাধ্যমে অনেক বছর পর বাংলা ছবিতে দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ছবিতে। সঙ্গে থাকবেন নুসরাত জাহানও। ‘আড়ি’র প্রযোজক যশ-নুসরতের সংস্থা।