ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জন্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মেট্রো স্টেশন বন্ধসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাবি প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কথা জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত ঠেকাতে নির্বাচনের দিন ৯ তারিখ (মঙ্গলবার) এবং তার আগের দিন ৮ তারিখ (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। যাতে করে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে।
বহিরাগত প্রসঙ্গে তিনি বলেন, ভোটের সাত দিন আগে থেকে কোনো বহিরাগত হলে থাকতে পারবে না। হাউস টিউটর ও প্রভোস্টদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। আমরা নোটিশ ছাড়াই হঠাৎ পরিদর্শন করব। ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে। শুধুমাত্র বৈধ ভোটাররা ঢুকতে পারবে। ৮ সেপ্টেম্বর বিকেল থেকে শুরু করে ৯ সেপ্টেম্বর সারাদিন ঢাবি মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
অনাবাসিক ভোটারদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষার্থী অনাবাসিক। তারা সাধারণত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার করেন। ভোটের দিনে ট্রিপ বাড়ানো হবে। পাশাপাশি ডিএমপি কমিশনারকে অনুরোধ করা হয়েছে যাতে শিক্ষার্থীবাহী যানবাহন চলাচলে সহায়তা করে।
এছাড়া তিন স্তরের নিরাপত্তার কথা উল্লেখ করে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ডিএমপি আমাদের সঙ্গে থাকবে। তারা সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছে এবং ইতোমধ্যে কাজও শুরু করেছে। ভোটের দিন তিন স্তরের ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা থাকবেন বিভিন্ন ভোটকেন্দ্রে। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ। আর তৃতীয় স্তরে নির্দিষ্ট পয়েন্টে অবস্থান নেবে সেনাবাহিনী। তারা সারাদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ভোট শেষে ব্যালটের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের