অনলাইন ডেস্ক :
ইনজুরি আর নেইমার যেন সমার্থক শব্দ। ক্যারিয়ারের বড় একটি সময় ইনজুরির কারণে কাটাতে হয়েছে মাঠের বাইরে তাকে। অ্যাঙ্কলের ইনজুরিতে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ইনজুরিতে পড়ার আগে নেইমারের ক্লাব পিএসজির পক্ষ থেকে জোর গুঞ্জন শোনা যায় তাকে ছেড়ে দেওয়ার।
নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন মাঝে শোনা না গেলেও আবারো সেই গুঞ্জন ডানা মেলেছে। ইউরোপীয় মিডিয়ার খবর পিএসজির এই তারকার ওপর নজর পড়েছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
নেইমারকে পেতে পিএসজিকে একটি প্রস্তাবও দিয়েছে ম্যানইউ। অন্যদিকে শুরু থেকেই নেইমারকে দলে ভেড়াতে আগ্রহের কথা জানিয়েছিল চেলসি। নেইমারকে আগে থেকেই পছন্দের তালিকায় রেখেছিলেন চেলসির মালিক টড বোয়েলি। গত ফেব্রুয়ারিতে পিএসজির মালিক নাসির আল খেলাইফির সঙ্গে যোগাযোগ করে ক্লাবটি। সূত্র: গোল ডটকম

আরও পড়ুন
গুলশান ক্লাব অলিম্পিয়াডে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব
টেস্ট দলের নেতৃত্বে আবারও শান্ত
ঘরের মাঠে হোয়াইটওয়াশে লিটনের ক্যাচ মিসের আক্ষেপ, দায় দিলেন শিশিরকেও