October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 7:44 pm

দুই জেলায় এস আলম গ্রুপের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা গাজীপুর ও কক্সবাজারের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জমি জব্দের আবেদন করেন।

আদালতের আদেশে গাজীপুর সদরে ৮.৫৮ একর, শ্রীপুরে ৪.৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২.৬৮ একর, মহেশখালীতে ১৮০.২৮ একর, কক্সবাজার সদরে ২.১২ একর এবং চকরিয়ায় ০.৯৭ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক জানায়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা নামে-বেনামে অবৈধভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। বর্তমানে তারা এসব সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, যা অনুসন্ধান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।

অভিযোগ অনুসন্ধান চলমান থাকায়, সম্পদ স্থানান্তর ঠেকাতে আদালতের মাধ্যমে তা জরুরি ভিত্তিতে জব্দের আবেদন করা হয় বলে দুদক জানিয়েছে।

এনএনবাংলা/