Tuesday, February 8th, 2022, 7:43 pm

দুই নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে দুই নতুন মুখ- উইকেটরক্ষক ক্যাম ফ্লেচার ও পেসার ব্লেয়ার টিকনার। ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পান ফ্লেচার ও টিকনার। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে টিকনারের। এ ছাড়া দলে ফিরেছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও হামিশ রাদারফোর্ড। কনুইয়ের ইনজুরির কারণে আসন্ন সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন খেলওতে না পারায় দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম। প্রথম টেস্টে থাকছেন না পেসার ট্রেন্ট বোল্ট। তৃতীয়বারের মত বাবা হবেন তিনি।
প্রথম টেস্টের জন্য নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্যাম ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নিল ওয়াগনার, উইল ইয়াং।