জেলা প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
রবিবার (১৮ জুলাই) সকাল ৮টায়, উপজেলার বলধিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই সেলফি বাসের চালকসহ ৫ জন নিহত হন। পরে হাসপাতালে আরো একজন মারা যান। হত হন দুই বাসের অন্তত ৫০ যাত্রী।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক নারীসহ তিনজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানাগেছে ।
আরও পড়ুন
১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে- অধ্যাপক মাহফুজুর রহমান
আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত