জেলা প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
রবিবার (১৮ জুলাই) সকাল ৮টায়, উপজেলার বলধিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই সেলফি বাসের চালকসহ ৫ জন নিহত হন। পরে হাসপাতালে আরো একজন মারা যান। হত হন দুই বাসের অন্তত ৫০ যাত্রী।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক নারীসহ তিনজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানাগেছে ।

আরও পড়ুন
মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ
লক্ষ্মীপুর নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের ৬৩ তম আখ মাড়াই মৌসুম শুরু