January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 25th, 2022, 7:36 pm

দুই শহরে আইপিএল লিগ পর্বের সব ম্যাচ

অনলাইন ডেস্ক :

অবশেষে আইপিএল শুরু হওয়ার দিনক্ষণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনাভাইরাসের কারণে এবার লিগ পর্বের সবগুলো ম্যাচ মাত্র দুটি শহরে অনুষ্ঠিত হবে। মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে শহরের চারটি স্টেডিয়ামে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইপিএলের ১৫তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ এবং ২৯ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। তবে প্লে-অফের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ভারতে করোনা পরিস্থিতি দেখে পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকইনফো জানিয়েছে, লিগ পর্বের চারটি স্টেডিয়াম হলো- মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ব্র্যাবোর্ন স্টেডিয়াম, নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমি এবং পুনের উপকণ্ঠে অবস্থিত গাহুঞ্জে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। আইপিএল কমিটি আশা করছে দর্শক প্রবেশ করানোর। তবে সেটা নির্ভর করছে ওই সময়ে মহারাষ্ট্রের করোনা বিধির ওপর।