বগুড়ার শাজাহানপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ এবং তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকার খালিশাকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা হলেন ময়মনসিংহে কর্মরত সেনা সদস্য শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া (২৩) এবং তাদের দুই সন্তান— কন্যা ছাহিফা (৩) ও সাত মাস বয়সী ছেলে সাঈদ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে মা ও দুই সন্তান ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয়। দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেও সাড়া না পেলে তারা দরজা খুলে দেখেন— সাদিয়া ঝুলন্ত অবস্থায় আছেন এবং বিছানায় পড়ে আছে দুই শিশুর গলাকাটা মরদেহ। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। গৃহবধূ দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন, নাকি এটি অন্য কোনো ঘটনা— তদন্ত শেষে তা জানা যাবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
তিন দাবিতে ফের কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকেরা
চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া হবে কিনা, রায় ৪ ডিসেম্বর