অনলাইন ডেস্ক :
জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুইটি ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্কোয়াডে ফিরেছেন পিতৃত্বকালিন ছুটি শেষ করে আসা লেগস্পিনার অ্যাডাম জাম্পা। তবে এই দুই সিরিজে বিশ্রামে থাকবেন প্যাট কামিন্স। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করা অ্যাশটন অ্যাগার ফিরেছেন অজি দলে। শন অ্যাবটকে স্কোয়াডে নেওয়া হয়েছে কামিন্সের অভাব পূরণের জন্য। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও। এবার পিতৃত্বকালিন ছুটিতে থাকায় এই দুই সিরিজে দেখা যাবে না ট্রাভিস হেডকে। আগামী ২৮, ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে অজিরা। সিরিজের সবগুলো ম্যাচই হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৬ সেপ্টেম্বর। বাকি দুই ম্যাচ ৮ ও ১১ সেপ্টেম্বরে। ম্যাচগুলো হবে কেয়ার্ন্সের ক্যাজালস স্টেডিয়ামে।
একনজরে অস্ট্রেলিয়ার স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম