অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলা। ফ্যাশনের জন্য বিখ্যাত। তাঁর উদ্দাম নাচে মাতোয়ারা লাখো অনুরাগী। ঊর্বশীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের জানার আগ্রহের কমতি নেই।বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, বিশেষ সাক্ষাৎকারে পোর্টালটিকে ঊর্বশী রৌতেলা বলেছেন, তিনি এক মিসরীয় সংগীতশিল্পীর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি দুই স্ত্রী ও চার সন্তানের জনক।ঊর্বশী বলেন, ‘আমি পারিবারিক ভাঙন পছন্দ করি না। আমার পরিবারে এখনও বিচ্ছেদপ্রাপ্ত কেউ নেই।’মিসরীয় ওই সংগীতশিল্পীর সঙ্গে নিজের সংস্কৃতির পার্থক্যের কথাও উল্লেখ করেন ঊর্বশী। বলেন, ওই ব্যক্তির দুই স্ত্রী ও চার বাচ্চা ছিল।ঊবর্শীর ভাষ্য, ‘আমি মনে করি, অনেক বেশি সাংস্কৃতিক পার্থক্য আমাদের। ওই ব্যক্তির দুই স্ত্রী ও চার সন্তান ছিল। সে কত বড় ব্যক্তিত্ব, সেটা ব্যাপার নয়। কিন্তু একজন ভারতীয় নারী হিসেবে আমরা প্রথমে পরিবারের কথা ভাবি।’ঊর্বশী যুক্ত করেন, ‘অন্যরা কী ভাবে, তা আমি জানি না। আমার কিছু বন্ধু আছে, যারা এমন আবেগপ্রবণ এবং আকস্মিক হতে পারে এবং কখনও কখনও আমি ভাবতে থাকি, তারা এত কিছু না ভেবে কীভাবে এটি করতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে, উত্তর দেওয়ার জন্য আমার পরিবার আছে এবং সে রকম কোনও সিদ্ধান্ত নিতে আমি পারি না। তা ছাড়া, আমি তাদের কাছ থেকে এত দূরে থাকতে পারি না। এ ছাড়া আমরা এমন হতে পারি না, সে সেখানে থাকে আর আমি এখানে থাকি।’ঊর্বশী আরও বলেন, ‘আমি মনে করি একটি পরিবারকে সর্বদা একসঙ্গে থাকা উচিত; কারণ, সেখানে উপভোগ করা যায়। পুরো পরিবার একত্রে থাকার অনুভূতি আমি ভালোবাসি। আমি পারিবারিক ভাঙন পছন্দ করি না। আমার পরিবারে এখন পর্যন্ত কারও বিবাহবিচ্ছেদ হয়নি। আমি যেখান থেকে এসেছি, আমার মনে হয় না আমি বিবাহবিচ্ছেদ দেখেছি। এমনকি বিবাহবিচ্ছেদ সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখন মুম্বাইয়ে এসেছি, তখনই বুঝতে পেরেছিলাম যে এখানে বিবাহবিচ্ছেদ এত সাধারণ।’সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী ঊর্বশী রৌতেলা। বাড়ি উত্তরাখ-। দক্ষিণ ভারতে তুমুল জনপ্রিয় এ ডিভা।সম্প্রতি কলিউডে অভিষেক হয় ঊর্বশী রৌতেলার। তবে বক্স অফিসে ফ্লপ হয় সিনেমাটি। ফিল্মিবিট ডটকমের খবর, ‘দ্য লিজেন্ড’ সিনেমার জন্য বলিউড সেনসেশন ঊর্বশী রৌতেলা পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি।এ গুঞ্জন সত্য হলে, যে কোনও দক্ষিণি নায়িকার চেয়ে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন তিনি। এ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে ঊর্বশীর। লেডি সুপারস্টারখ্যাত নয়নতারা তাঁর আসন্ন সিনেমায় পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি। তাঁকে ছাড়িয়ে গেছেন ঊর্বশী।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল