January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 4th, 2022, 7:01 pm

দু’জন ঘটকের গল্প!

অনলাইন ডেস্ক :

এলাকার নামকরা দু’জন ঘটক রমিজ ভাই ও শায়রা বানু। দু’জনই দারুণ দারুণ কথা বলে পাত্র-পাত্রী পক্ষকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে দারুণ অভিজ্ঞ। স্বাভাবিক নিয়মেই তাদের ভেতর ঘটকালি ইস্যুতে ভালোই দ্বন্দ্ব তৈরি হয়। এমনই দুটি মজার ও সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত দুই টিভি তারকা আফরান নিশো ও তানজিন তিশা। নাম ‘ঘটক’। সিএমভি’র প্রযোজনা ও সোহাইল রহমানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। নির্মাতা জানান, নাটকের গল্পের শুরুটা এমন হলেও মাঝপথে দু’জনেই বিপাকে পড়েন একটি বিয়েকে কেন্দ্র করে। কারণ, ঘটনাচক্রে ঐ বিয়ের দায়িত্ব বর্তায় দু’জনের কাঁধে। এরপর ঘটতে থাকে দুই ঘটককে ঘিরে বিস্ময়কর ও মজার সব ঘটনা। নির্মাতা জানান, চরিত্র দু’টিতে অসাধারণ অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। ভক্তরা এভাবে আগে আর তাদেরকে দেখেনি। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘ঘটক’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।