February 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 19th, 2025, 12:12 pm

দুটি আবাসিক হলের নাম উদ্বোধন

রংপুর ব্যূরো: বইমেলার উদ্বোধন শেষে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম ও মাতা জাহানারা বেগমকে সঙ্গে নিয়ে দুটি আবাসিক হলের নতুন নামকরণ উদ্বোধন করেন। শহিদ ফেলানী হলের নতুন নাম উদ্বোধন করেন শহিদ ফেলানীর বাবা নূর ইসলাম ও মাতা জাহানারা বেগম। এসময় উপাচার্য বলেন, শহিদ ফেলানী বাংলাদেশের সেইসব নিরপরাধ মানুষদের একজন, যাদেরকে সীমান্তে প্রতিবেশী দেশের গুলিতে মেরে ফেলা হয়েছে। সেই অগণিত মৃত মানুষের প্রতিনিধি ফেলানী খাতুনের নামে বিশ^বিদ্যালয়ের একটি হলের নামকরণ করার প্রস্তাব প্রদান ও তা কার্যকর করার জন্য শিক্ষার্থী ও সিন্ডিকেট সদস্যদের ধন্যবাদ জানান। এই নামকরণের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ফেলানীকে শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে। এসময় শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোছাঃ সিফাত রুমানাসহ সহকারী প্রভোস্টসহ হলের ছাত্রীরা উপস্থিত ছিলেন। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ওয়েব সাইট: িি.িনৎঁৎ.ধপ.নফ চঁনষরপ জবষধঃরড়হং, ওহভড়ৎসধঃরড়হ ্ চঁনষরপধঃরড়হ উরারংরড়হ ইবমঁস জড়শবুধ টহরাবৎংরঃু, জধহমঢ়ঁৎ ঊ-সধরষ: ড়ভভরপব.ঢ়ঁনষরপৎবষধঃরড়হং@নৎঁৎ.ধপ.নফ বিজয় ২৪ হলের উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এসময় বেরোবি উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ আবু সাঈদসহ অসংখ্য তরুণ আত্ম বলিদানের মাধ্যমে যে ভূমিকা রেখেছে, তা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য বিজয় ২৪ হলের নামকরণ করা হয়েছে। এসময় বিজয় ২৪ হলের প্রভোস্ট মোঃ আমির শরীফসহ সহকারী প্রভোস্টসহ ছাত্ররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ সিন্ডিকেটের ১১০তম সভার সিদ্ধান্তের আলোকে বিশ^বিদ্যালয়ের এই দুটি হলের নতুন নামকরণ করা হয়।