September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 7:54 pm

দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ

ছবি সংগৃহীত

 

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে অভিযোগ উত্থাপনের সুযোগ না পাওয়ায় ছাকোয়াত হোসেন মণ্ডল নামে এক মৎস্যচাষি ক্ষিপ্ত হয়ে সংস্থার চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন। তবে জুতাটি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছেনি।

রোববার বেলা ১১টার দিকে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে গণশুনানিকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্যচাষি ছাকোয়াত হোসেন মণ্ডল একজন ভূমিহীন। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। ২০১৭ সালে আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যানকে চাঁদা না দেওয়ায় তার বাড়িতে হামলা চালায়। তার তিনটি জলাশয় থেকে ২১ লাখ টাকার মাছ লুট করে। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেন। থানাসহ সরকারি বিভিন্ন দফতরে অভিযোগও দেন। এ ব্যাপারে প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েন।

সর্বশেষ শহরের সাতমাথায় দুদকের গণশুনানিতে অংশ নিতে অভিযোগ দিতে যান। সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি।

রোববার সকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে গণশুনানি চলাকালে বক্তব্য উপস্থাপনের সুযোগ না পেয়ে ছাকোয়াত হোসেন মণ্ডল হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি মঞ্চে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপরই উপস্থিত কর্মকর্তারা তাকে মিলনায়তন থেকে বের করে দেন।

জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে ছাকোয়াত মণ্ডল সাংবাদিকদের বলেন, তিনি একজন ভূমিহীন। তার অভিযোগের ব্যাপারে সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাননি। মানবাধিকার কমিশন দুবার তার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেল ফাঁসি হয় হবে, আমি তাতেও প্রস্তুত।

অভিযোগের বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ওই ব্যক্তি হয়তো সঠিক পদ্ধতিতে আবেদন করেননি। তাই তার অভিযোগের বিষয়ে আমরা অবগত নই।