অনলাইন ডেস্ক :
চীন থেকে আরও ছয় লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ১৩ জুন এই ছয় লাখ টিকা দেশে ঢুকবে। বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভ্যাক্স থেকেও বাংলাদেশের জন্য করোনাভাইরাসের টিকা পাওয়ার কথা জানিয়েছিলেন মন্ত্রী।
আরও পড়ুন
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
জাতিকে এগিয়ে নিতে ঈদুল ফিতরের বার্তা ধারণের আহ্বান প্রধান উপদেষ্টার
ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি