অনলাইন ডেস্ক :
চীন থেকে আরও ছয় লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ১৩ জুন এই ছয় লাখ টিকা দেশে ঢুকবে। বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভ্যাক্স থেকেও বাংলাদেশের জন্য করোনাভাইরাসের টিকা পাওয়ার কথা জানিয়েছিলেন মন্ত্রী।
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী