যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ ঘণ্টা পার হলেও উড়তে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭৮ জন যাত্রী।
ঢাকা থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ১১ মিনিটে উড়োজাহাজটি দুবাই পৌঁছায়। ফেরার কথা ছিল একই দিন রাত ১২টা ৫ মিনিটে। ফ্লাইট বিজি-২৪৮ এর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বুধবার সকাল ৭টা ৫ মিনিটে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমানে ওঠানো যাত্রীদের নামিয়ে দিতে হয় যান্ত্রিক সমস্যার কারণে।
বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা জানান, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তা গ্রাউন্ডেড অবস্থায় থাকে। পরে যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে রাখা হয়। তবে ভিসাজনিত কারণে বাকি তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে থাকতে হয়। তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিমানের আরেকটি ফ্লাইট প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে দুবাই পৌঁছায়। এরপর যাত্রীদের জানানো হয়, মেরামত শেষে রাত দেড়টার দিকে ফ্লাইট ছাড়বে। এজন্য রাত ৯টার দিকে হোটেল থেকে বিমানবন্দরে নিয়ে আসা হয় তাদের। তবে দেড়টা থেকে সময় পিছিয়ে ২টা, পরে আবার আড়াইটা নির্ধারণ করা হলেও উড়োজাহাজ মেরামত শেষ হয়নি।
আটকে পড়া যাত্রীদের মধ্যে সিলেটের জনপ্রিয় বক্তা মাওলানা আব্দুল আহাদ জিহাদি বলেন, “২১ ঘণ্টা হোটেলে রাখার পর আমাদের এয়ারপোর্টে আনা হয়, কিন্তু এখনও ফ্লাইট ছাড়েনি। কবে সিলেটে পৌঁছাতে পারব কেউ জানি না।”
অন্য এক যাত্রী আবুধাবির হাবিব আহমেদ বলেন, “দ্রুত ঢাকায় পৌঁছাতে বিমানের ফ্লাইটটি বেছে নিয়েছিলাম। কিন্তু বিলম্বে নারী-শিশু ও প্রবীণ যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন।”
প্রসঙ্গত, গত দুই মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত ১০টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। চাকা খুলে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়া, ল্যান্ডিং গিয়ারের দরজা না লাগা–এমন নানা কারণে যাত্রীদের মধ্যে উদ্বেগও বাড়ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার