জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। যাত্রাবিরতির জন্য প্রথমে তিনি পৌঁছান দুবাইয়ে। এরপর সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে নিউইয়র্কের পথে যাত্রা করেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা।
সফরসূচি অনুযায়ী, তিনি নিউইয়র্কে পৌঁছাবেন ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে। জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে তিনি ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন। এছাড়া সফরকালে জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।
প্রধান উপদেষ্টা অধিবেশনের সাইডলাইনে একাধিক ইভেন্টেও যোগ দেবেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন ৬ জন রাজনৈতিক নেতা। তারা হলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক, যিনি যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধিদলে যোগ দেবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা
টেকনাফ–সেন্টমার্টিনে রাতের অন্ধকারে ‘বার্টার-ড্রাগ’ বাণিজ্যের বিস্তার
২০৫০ নাগাদ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর হতে যাচ্ছে ঢাকা: জাতিসংঘ