অনলাইন ডেস্ক :
চীনা এক প্রতিষ্ঠান সোমবার দুবাইয়ে একটি চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু গাড়ি চালিয়ে দেখিয়েছে। ভবিষ্যতের এই প্রযুক্তি ব্যবহার করে শহরের যানজট কাটিয়ে যাত্রীদের অনায়াসে আকাশপথে কম সময়ে নির্বিঘ্নভাবে গন্তব্যে পৌঁছে দেয়া যাবে।
উড্ডয়ন প্রতিষ্ঠান চীনের গুয়াংজুভিত্তিক এক্সপেং ইনকরপোরেশন এক্সপেং এক্স২ নামের এই উড়ুক্কু গাড়ি তৈরি করেছে। বিশ্বজুড়ে ডজনখানেক উড়ুক্কু গাড়ির প্রজেক্টের মধ্যে এটি একটি। তবে যাত্রীসহ উড্ডয়ন পরীক্ষায় সফল হয়েছে হাতেগোনা কয়েকটি। তাছাড়া মাঠ পর্যায়ে এই পরিষেবা চালু করতে কয়েক বছর লেগে যেতে পারে।
সোমবারের এই উড্ডয়ন পরীক্ষায় উড়ুক্কু গাড়িতে ছিল না কোনো মানুষ। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গতবছরের জুলাইয়ে তারা মানুষসহ গাড়িটি পরীক্ষা করে দেখেছে।
মসৃণভাবে ডিজাইন করা আট প্রপেলারযুক্ত এই উড়ুক্কু গাড়িটি দু’জন যাত্রী বহন করতে সক্ষম। প্রতিষ্ঠানটির দাবি, গাড়িটি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটতে পারে।
বিমান ও হেলিকপ্টার থেকে এধরনের গাড়ি ভিন্ন। কারণ ‘ই-ভিটিওএল’ (ইলেকট্রিক ভার্টিকাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং) যানবাহনগুলো কম দূরত্বে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাত্রীদের নিতে পারে।
একদিন উড়ুক্কু গাড়িটি যানজটপূর্ণ সড়ক এড়িয়ে যাত্রীদের গন্তব্যস্থলে নিয়ে যাবে। তবে ব্যাটারির স্থায়ীকাল, আকাশপথে ট্রাফিক ব্যবস্থা, নিরাপত্তা ও অবকাঠামোগত সমস্যা মোকাবিলায় এখনও বেশখানিকটা পথ পাড়ি দিতে হবে।
আরও পড়ুন
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ৮০ কোটি টাকার লটারি জয়
ওভাল অফিস থেকে জাকারবার্গকে বেরিয়ে যেতে বলা হয়
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা