January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 9:14 pm

দুবাইয়ে প্রদর্শিত হলো বিশ্বের সবচেয়ে বড় পবিত্র কোরআন

অনলাইন ডেস্ক :

দুবাইয়ে চলমান বৈশ্বিক বাণিজ্য প্রদর্শনী ‘এক্সপো ২০২০’-এ প্রদর্শিত হলো বিশ্বের সবচেয়ে বড় পবিত্র কোরআন। এটি অ্যালুমিনিয়াম ও স্বর্ণখচিত হরফে তৈরি। গত সোমবার পাকিস্তান প্যাভিলিয়নে এর ‘সুরা আর রহমান’ অংশ প্রদর্শন করা হয়। খালিজ টাইমসের খবরে বলা হয়, পাকিস্তানি কানাডিয়ান শিল্পী ও ভাস্কর শাহিদ রাসসাম এটি প্রদর্শন করেন। তিনি জানান, কোরআনের এ প্রদর্শনী শুধু বিশ্বের বড় আয়োজনই নয়; বরং এটি একটি অনন্য প্রদর্শনী। কালির বদলে স্বর্ণ দিয়ে এটি লেখা হয়েছে। এই কোরআনে এক হাজার ৫৮৫টি অক্ষর, ৩৫২ শব্দ, ৭৮ আয়াত এবং তিন রুকুবিশিষ্ট সুরা আর রহমানকে ক্যানভাসের ওপর স্বর্ণ ও অ্যালুমিনিয়াম দিয়ে লেখা হয়েছে। শুধু সুরা আর রহমানেই ১৫ কেজি অ্যালুমিনিয়াম ও এক কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ কোরআন লিখতে শিল্পী, চিত্রকর, ক্যালিওগ্রাফার ও ডিজাইনার মিলিয়ে মোট ২০০ জন চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান এই শিল্পী।