July 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 22nd, 2025, 8:07 pm

দুবাই থেকে আনা সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। উদ্ধারে অভিযান পরিচালনা করে এনএসআই টিম ও কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (জনসংযোগ) প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়। দুই যাত্রী হলেন- ফেনী সদর এলাকার আরিফুল ইসলাম ও চট্টগ্রাম রাউজানের বাসিন্দা মোশাররফ হোসেন।

এ সময় তাদের থেকে ১৬৫ কার্টন মন্ড সিগারেট এবং দুই হাজার ৭৬ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিগারেট ও ক্রিমের বাজার মূল্য ১৩ লাখ ৪ হাজার ১০০ টাকা। এর মধ্যে সিগারেটের বাজার মূল্য ৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা এবং বিউটি ক্রিমের দাম ৭ লাখ ২৬ হাজার ৬০০ টাকা।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উভয় যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনি ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এনএনবাংলা/আরএম