হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (১১ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত এ বন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চলবে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ ও আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড, ইজারাদার প্রতিষ্ঠান আঁখি ট্রেড ইন্টারন্যাশনাল (এটিআই) লিমিটেড, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও শ্রমিক সংগঠনগুলোর যৌথসভায় দুর্গোসবের কারণে ছয় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার (ইমিগ্রেশন চেকপোস্ট) অব্যাহত থাকবে।
পঞ্চগড় জেলা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বাংলাবান্ধা স্থলবন্দর ছয় দিন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
–ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত