October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 6:07 pm

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি’র মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন কালীগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ.কে.এম ফজলুল হক মিলনের বাসভবনে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জীবন চন্দ্র ধর ও সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য্যরে যৌথ সঞ্চালনায় এবং পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ মিত্র ভজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, জেলা বিএনপি’র আহবায়ক সদস্য মো. খায়রুল আহসান মিন্টু উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহম্মেদ মৃধা, , পৌর বিএনপি’র আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর সভার সাবেক মেয়র লুৎফর রহমান, সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সম্পাদক, উপজেলার ৪৩ টি মন্দিরের সভাপতি-সম্পাদক এবং হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গসহ প্রমুখ।