January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 21st, 2022, 7:48 pm

দুর্ঘটনার কবলে রোনালদোর মিলিয়ন ডলারের গাড়ি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন মডেলের দামি গাড়ি বা সুপার কার ব্যবহারের জন্য বেশ খ্যাতি রয়েছে ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার ব্যক্তিগত গ্যারেজে রয়েছে এমন অনেকগুলো গাড়ি। এর মধ্যে একটি বুগাত্তি ভেরন, মূল্য ২.১ মিলিয়ন মার্কিন ডলার। গাড়িটির এক্সিডেন্ট হয়েছে। ল্যাটিন টাইমসের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার স্পেনের শহর মেজরকাতে এটির বড় ধরনের এক্সিডেন্ট হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ি চালাচ্ছিলেন রোনালদোর এক কর্মচারী। তিনি সুস্থ আছেন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি আবাসিক এড়িয়ার দেয়ালে গিয়ে আঘাত হানে। শহরটিতে এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্থানীয় ট্রাফিক পুলিশ ঘটনার তদন্ত করছে।